* Signal কী?
উত্তরঃ সময়ের সাথে পরিবর্তনশীল বৈদ্যতিক রাশিকে সিগন্যাল
বলে।
·
Signal কত প্রকার ?
উত্তরঃ সিগন্যাল প্রধানত দুই প্রকার।যথাঃ
ক)Analog signal খ)Digital signal.
·
Digital signal কী?
উত্তরঃ যে সিগন্যালের মান সময়ের সাথে ধাপে ধাপে পরিবর্তিত
হয় এবং ধাপসমূহের মান নির্দিষ্ট থাকে তাকে digital signal বলে।
·
Digital signal এর স্তর কয়টি ও কী কী?
উত্তরঃ Digital signal এর স্তর দুটি যথাঃ
a)high level b)low level.
* Digital signal এর pulse rat কী?
উত্তরঃ Digital signal এর pulse rat বলতে সংকেতে প্রতিটি সেকেন্ডে স্পন্দনের সংখ্যাকে বুঝায়।
·
Data signal কী?
উত্তরঃ যে সিগন্যাল কোন ডাটা বা তথ্য বহন করে তাকে data signal বলে।
·
Data signal এর স্তর গুলোর নাম লিখ।
উত্তরঃ ডাটা সিগন্যালের স্তর গুলো হলঃ
ক)বিট স্তর খ)বাইট স্তর গ)ফ্রেম স্তর।
·
Digital signal process এর সুবিধাগুলো লিখ।
উত্তরঃ Digital signal process এর সুবিধাগুলো
হলঃ
a)Digital signal processing এর জন্য প্রাপ্ত আইসি সমূহ বিশস্ত
এবং নিখুত।
b)Digital signal অত্যন্ত দ্রুত গতিতে কাজ করতে পারে।
c)Digital processor এর ব্যবহার দীর্ঘ।
d)IC সমূহ দামে সস্তা ও আকারে ছোট।
e)Digital signal processing এর জন্য network এনালাইসিস জ্ঞান না থাক লেও চলে।
0 comments:
Post a Comment