Digital Communication basic question with answer- ডিজিটাল কমিউনিকেশন-bangla tutorial

·        
·      পূর্ন নাম লেখঃ QPSK,FFSK.
উত্তরঃ  QPSK=Quadrature Phase Shift Keying..

      FFSK=Fast Frequency Shift Keying.

· 
·      পালস ডিউরেশন মডুলেশন বলতে কি বুঝ?

উত্তরঃ যার মাধ্যমে নমুনার টাইম স্লটে বেস ব্যান্ড বা মডুলেটিং সিগন্যাল দারা পালস টাইম পরিবর্তন করা হয় তাকে পালস ডিউরেশন মডুলেশন বলে

·      পালস কোড মডুলেশনের মাধ্যমে কী করা হয়?

উত্তরঃ পি সি এম এর মাধ্যমে Analog signal হতে Digital signal এ রুপান্তর করা হয়
·    ·      Multiplexing কী?

উত্তরঃএকাধিক বার্তা তরঈকে একই channel এর মাধ্যমে প্রেরন করার ব্যবস্থাকে multiplexing বলে

·      ·      বিভিন্ন প্রকার কোডের নাম লিখ
উত্তরঃ             a)Time coder             b)E-coder
              c)B-coder               d)PHP coder
                   e)Carbon coder

* Frequency hopping কী?

উত্তরঃযখন একটি station হতে data transmit করা হয়, data channel এর মাধ্য দিয়ে কিছু সময়ের মধ্যে প্রেরিত হয়যখন অন্য channel switch অতিক্রম করে এবং কিছু data transmit করেআবার সুইচকে অতিক্রম করে আরও কিছু অধিক ডাটা transmit করে আর এভাবেই data transmit হয়ে থাকে
আর এই প্রক্রিয়া হচেছ frequency hopping.

0 comments:

Post a Comment