*কোন Modulation পদ্ধতিতে
input digital signal এবং output analog signal হয়?
উত্তরঃ
Amplitude Shift Keying
modulation পদ্ধতি
· Pulse modulation কাকে
বলে?
উত্তরঃ অবিরত শব্দ এবং দাটা সমপ্রচার করতে যে মডুলেশন
করা হয় তাকে pulse
modulation বলে।
·
digital communication কী?
উত্তরঃ যে পদ্ধতিতে কোন তথ্য কে ডিজিট আকারে রুপান্তর করে
সম্প্রচার করা হয়, তাকে digital communication বলে।
·
Analog communication কী?
উত্তরঃ যে communication পদ্ধতিতে
বৈদ্যুতিক সিগন্যালের মান সময়ের সাথে সাথে নিরবচ্ছিন্নভাবে পরিবর্তন হতে পারে এবং
যেকোন মানে থাকতে পারে তাকে analog signal বলে।
·
সোর্স এনকোডিং(Source encoding) কী?
উত্তরঃ সোর্স এনকোডার ডিজিটাল ফরমের স্যাম্পল গুলো গ্রহন
করে digital signal এ এনকোড করে, এ প্রক্রিয়াকে বলা হয় সোর্স
এনকোডিং।
·
ওয়্যারলেস communication transmitter এর সর্ব শেষ ধাপ কোনটি?
উত্তরঃ ৪)ওয়্যারলেস communication transmitter
এর সর্ব শেষ হল antenna।এ antenna ওয়েভকে মিডিয়ার মধ্য দিয়ে transmit করে।
0 comments:
Post a Comment