একটি শক্তিশালী ঘূর্ণিঝড় ভূকম্পন সৃষ্টির আগে বাংলাদেশী কর্তৃপক্ষ এক মিলিয়নেরও বেশি মানুষকে সরানোর চেষ্টা করছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোরা পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানতে পারে।

দক্ষিণ-পূর্বের বন্দর শহরগুলোকে "বড় বিপদ স্তর 10" নামে পরিচিত সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা প্রদর্শন করতে বলা হয়েছে। পোর্ট আরো পশ্চিমা 8 স্তর আছে

শ্রীলংকার ভারী বৃষ্টিপাতের পর গঠিত ঘূর্ণিঝড় হলো যে বন্যা ও ভূমিধসে অন্তত 180 জন নিহত হয়েছে।

দ্বীপে 14 বছরের মধ্যে সবচেয়ে খারাপ বন্যা আড়াই লাখেরও বেশি মানুষের জীবন প্রভাবিত করেছে 100 জনেরও বেশি লোক নিখোঁজ

বাংলাদেশে লাউডস্পিকারের সতর্কবার্তা ঘোষণা করা হলে চট্টগ্রাম জেলার মানুষ প্রায় 500 ঘূর্ণিঝড় আশ্রয়স্থল ঘুরে বেড়ায়।

স্কুল ও সরকারি কার্যালয় আশ্রয়বাসীদের ব্যবহার করা হচ্ছে এবং পাহাড়ি এলাকার বাসিন্দাদেরও ত্যাগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে।


কক্সবাজার, চট্টগ্রাম ও অন্যান্য উপকূলীয় জেলার নিচু এলাকাসমূহ স্বাভাবিক স্তরের উপরে 1.2 মিটার-1.5 মিটার (4-5 ফুট) বর্ষণে "ঝড়বৃষ্টি" হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিভাগ সতর্ক করে দিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র আবুল হাশিম এএফপি নিউজ এজেন্সিকে বলেন, "আমরা শূন্য হত্যাকাণ্ডের লক্ষ্যমাত্রা লক্ষ্য করছি এবং আমরা ভূমিধসের আগে এক মিলিয়নেরও বেশি আগে নিখোঁজ করার চেষ্টা করব।"


তিনি বলেন, প্রায় 300,000 মানুষ ইতিমধ্যে ঘূর্ণিঝড় আশ্রয়স্থল থেকে সরানো হয়েছে।

যদিও ঘূর্ণিঝড়ের জন্য বাংলাদেশ ব্যবহার করা হয়, তবে অনেক মানুষ খারাপ আবহাওয়ার মোকাবেলা করতে যথেষ্ট ঘনিষ্ঠভাবে বসবাস করে না, বিবিসির দক্ষিণ এশিয়া সম্পাদক চার্লস হাভিল্যান্ড বলছেন।

তাদের জীবন, এবং ফসল যা তাদের অনেকের উপর নির্ভর করে, তিনি বলেন, ঘূর্ণিঝড় আঘাত যখন ক্রমাগত ঝুঁকি হয়

মাছ ধরার নৌকা ও ট্রলারকে পোর্টে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং উপকূলীয় ফেরিগুলো অপারেশন বন্ধ করে দিয়েছে

এপ্রিল মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বাংলাদেশ এখনো সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে পারছে না এবং চালের ফসল ধ্বংস করে এবং চালের উচ্চমূল্যে রেকর্ড চালানো হয়।

ঘূর্ণিঝড় মোরার কারণে উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
 ®Block diagram of Digital communication 





                         Figure: Block Diagram of Digital communication 
* Signal কী?

উত্তরঃ সময়ের সাথে পরিবর্তনশীল বৈদ্যতিক রাশিকে সিগন্যাল বলে।

·      Signal কত প্রকার ?


উত্তরঃ সিগন্যাল প্রধানত দুই প্রকার।যথাঃ
    ক)Analog signal             খ)Digital signal.

·      Digital signal কী?

উত্তরঃ যে সিগন্যালের মান সময়ের সাথে ধাপে ধাপে পরিবর্তিত হয় এবং ধাপসমূহের মান নির্দিষ্ট থাকে তাকে digital signal বলে।

·      Digital signal এর স্তর কয়টি ও কী কী? 

উত্তরঃ Digital signal এর স্তর দুটি যথাঃ
  a)high level  b)low level.

*  Digital signal এর pulse rat কী?

উত্তরঃ Digital signal এর pulse rat বলতে সংকেতে প্রতিটি সেকেন্ডে স্পন্দনের সংখ্যাকে বুঝায়।


·      Data signal কী?

উত্তরঃ যে সিগন্যাল কোন ডাটা বা তথ্য বহন করে তাকে data signal বলে।

·      Data signal এর স্তর গুলোর নাম লিখ।

উত্তরঃ ডাটা সিগন্যালের স্তর গুলো হলঃ
ক)বিট স্তর খ)বাইট স্তর গ)ফ্রেম স্তর।

·      Digital signal process এর সুবিধাগুলো লিখ।

উত্তরঃ Digital signal process এর সুবিধাগুলো হলঃ

a)Digital signal processing এর জন্য প্রাপ্ত আইসি সমূহ           বিশস্ত এবং নিখুত।
b)Digital signal অত্যন্ত দ্রুত গতিতে কাজ করতে পারে।
c)Digital processor এর ব্যবহার দীর্ঘ।
d)IC সমূহ দামে সস্তা ও আকারে ছোট।
e)Digital signal processing এর জন্য network এনালাইসিস  জ্ঞান না থাক লেও চলে।


*কোন Modulation পদ্ধতিতে input digital signal এবং output analog signal হয়?

উত্তরঃ Amplitude Shift Keying modulation পদ্ধতি

·      Pulse modulation কাকে বলে?

উত্তরঃ অবিরত শব্দ এবং দাটা সমপ্রচার করতে যে মডুলেশন করা হয় তাকে pulse modulation বলে

·      digital communication কী?

উত্তরঃ যে পদ্ধতিতে কোন তথ্য কে ডিজিট আকারে রুপান্তর করে সম্প্রচার করা হয়, তাকে digital communication বলে।


·      Analog communication কী?

উত্তরঃ যে communication পদ্ধতিতে বৈদ্যুতিক সিগন্যালের মান সময়ের সাথে সাথে নিরবচ্ছিন্নভাবে পরিবর্তন হতে পারে এবং যেকোন মানে থাকতে পারে তাকে analog signal বলে।


·      সোর্স এনকোডিং(Source encoding) কী?

উত্তরঃ সোর্স এনকোডার ডিজিটাল ফরমের স্যাম্পল গুলো গ্রহন করে digital signal এ এনকোড করে, এ প্রক্রিয়াকে বলা হয় সোর্স এনকোডিং।

·      ওয়্যারলেস communication transmitter এর সর্ব শেষ ধাপ কোনটি?

উত্তরঃ ৪)ওয়্যারলেস communication transmitter এর সর্ব শেষ হল antennaantenna ওয়েভকে মিডিয়ার মধ্য দিয়ে transmit করে।
·        
·      পূর্ন নাম লেখঃ QPSK,FFSK.
উত্তরঃ  QPSK=Quadrature Phase Shift Keying..

      FFSK=Fast Frequency Shift Keying.

· 
·      পালস ডিউরেশন মডুলেশন বলতে কি বুঝ?

উত্তরঃ যার মাধ্যমে নমুনার টাইম স্লটে বেস ব্যান্ড বা মডুলেটিং সিগন্যাল দারা পালস টাইম পরিবর্তন করা হয় তাকে পালস ডিউরেশন মডুলেশন বলে

·      পালস কোড মডুলেশনের মাধ্যমে কী করা হয়?

উত্তরঃ পি সি এম এর মাধ্যমে Analog signal হতে Digital signal এ রুপান্তর করা হয়
·    ·      Multiplexing কী?

উত্তরঃএকাধিক বার্তা তরঈকে একই channel এর মাধ্যমে প্রেরন করার ব্যবস্থাকে multiplexing বলে

·      ·      বিভিন্ন প্রকার কোডের নাম লিখ
উত্তরঃ             a)Time coder             b)E-coder
              c)B-coder               d)PHP coder
                   e)Carbon coder

* Frequency hopping কী?

উত্তরঃযখন একটি station হতে data transmit করা হয়, data channel এর মাধ্য দিয়ে কিছু সময়ের মধ্যে প্রেরিত হয়যখন অন্য channel switch অতিক্রম করে এবং কিছু data transmit করেআবার সুইচকে অতিক্রম করে আরও কিছু অধিক ডাটা transmit করে আর এভাবেই data transmit হয়ে থাকে
আর এই প্রক্রিয়া হচেছ frequency hopping.